Barasat 1, North Twenty Four Parganas | Sep 9, 2025
দত্তপুকুর থেকে শিয়ালদহ DRM-এর কাছে ডেপুটেশন দিলেন বামনগাছির বাসিন্দারা, দাবি এসি লোকাল চালুর শিক্ষক দিবসের দিন থেকে শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল চলাচল শুরু হলেও, বামনগাছি স্টেশনে এসি লোকাল থামছিল না। এই কারণেই বামনগাছি স্টেশনে এসি লোকাল চালুর দাবিতে সরব হলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে বামনগাছির একাধিক বাসিন্দা দত্তপুকুর থেকে এসি লোকাল ধরে শিয়ালদহের দিকে রওনা হন এবং DRM-এর কাছে একটি ডেপুটেশন জমা দেন। গত তিন দিন ধরে বামনগাছি স্টেশনের সাধারণ যাত্রী এবং ম