যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে সাব্রুম মহকুমা ভিত্তিক সাঁতার, ফুটবল,যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাব্রুমে।২৫ শে আগষ্ট বেলা আড়াই ঘটিকায় সাব্রুম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার অনুর্ধ ১৪,১৭,১৯ বৎসরের,ফুটবল অনুর্ধ ১৭ বালক,বালিকা এবং যোগা অনুর্ধ ১৪,১৭,১৯ বৎসরের বালক বালিকা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় যে সমস্ত খেলোয়ার নির্বাচিত হবেন তারা দক্ষিন জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।