সেতুর উপর চলছে হাঁটু জল, আর তা দিয়েই বিপদজনক এক বাইক আরোহী পার হতে গিয়ে অল্পের জন্য সে প্রাণে বাঁচলেও বাইকটি ভেসে গেল জলের তোড়ে। ঘটনাটি ঘটেছে কুমারী নদীর উপর চন্দনপুর গ্রামের নিকট সেতুতে, রবিবার সকাল ১১ টা নাগাদ। সেতুর পাশাপাশি থাকা স্থানীয় মানুষজন পরবর্তীকালে খরস্রোতা জলে নেমেও অনেক খোঁজাখুঁজি পর বাইকটি উদ্ধার করে এমনই এক চিত্র পাবলিক অ্যাপ এর ক্যামেরায় উঠে এলো।