আজ পুলিশ দিবস। পুলিশ দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা হল সিমলাপালে। আজ আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে পথ নিরাপত্তার বিষয়ে সিমলাপাল থানার পক্ষ থেকে সিমলাপাল বাজারে সচেতনতামূলক পথযাত্রা হল। বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড হাতে নিয়ে পদযাত্রায় পথ হাঁটেন সিমলাপাল থানার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়াররা