ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির গণেশ পুজো পরের দিন মহাসমারোহে সন্ধ্যা আরতি ও পূজা চলছে মহাসমারোহে রাত্রি ৮ টা নাগাদ। অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে জয়দেব কেন্দুলী প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং নিরাপত্তা রয়েছে। জয়দেব কেন্দুলি গনেশ পূজা এ বছর পঞ্চম বছরে পদার্পণ করল বলে সূত্রে জানা যায়। পুজো দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।