বিজেপি বাঁচাও মঞ্চের তরফে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার তিনজন পদাধিকারী নামে কালনা শহরের একাধিক জায়গায় পড়লো পোস্টার। দেখা যাচ্ছে কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভা নেত্রী স্মৃতি কণা বসুকে যে জেলা কমিটি তৈরি করেছিলেন তা পুরো ভুয়ো কমিটি, একই সাথে ভুয়ো ব্লক কমিটি, মন্ডল কমিটি তৈরি করেছেন তিনি। কামিনী কাঞ্চন ভোগী র কমিটি মানছি না মানবো না পোস্টারে লেখা রয়েছে এমনই । একই সাথে ভোটের টাকা আত্মসাৎ, কেন্দ্রীয় নেতৃত্বের বরাদ্দকৃত অর্থে লুট।