বিজয়া দশমীর দিন সকালবেলা ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক মহিলা নিজ বাড়িতে। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া চকবের এলাকায়। আত্মঘাতী মহিলার নাম আশারাণী বিশ্বাস। জানা যায় আসার অনেক বিশ্বাস নিজ বাড়ির ঠাকুর করে ফাঁসিতে আত্মঘাতিক হয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ দিয়ে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে মর্গে নিয়ে আসে।