নানুরে দুই পরিবারের মধ্যে বচসা, আর তা থেকেই হাতাহাতির জেরে প্রাণ গেল এক জনের।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ নানুর থানার চারকলগ্রামের কৈবর্ত্য পাড়ায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা বাধে।সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। সংঘর্ষের জেরে বুকে আঘাত পান বছর পঞ্চান্নর বলাই কৈবর্ত্য নামের এক ব্যক্তি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত।