Barasat 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
দেগঙ্গায় শিশু শ্রমিক কে মারধরের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হলো বারাসাত হাসপাতালে পড়াশুনোর ফাঁকে অভাবের কারণে স্থানীয় দেখ কারখানায় কাজ করতো ১৩ বছরের আশরাফুল খাঁ। এদিন কারখানায় অপর একটি ছেলের সাথে ঝামেলা হয় আশরাফুলের, মুখ দিয়ে কটু কথা বলে ফেলায় তেরো বছরের ওই যুবককে বেধড়ক মারধর করে কারখানার মালিকের বাবা, এমনটাই অভিযোগ। এমনই মারধর করে ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় আশরাফুল। এরপরই আশঙ্কা জনক অবস্থায় ওই শিশুকে নিয়ে আ