আজকে পুরুলিয়া দু নম্বর ব্লক এলাকার আগয়া নড়রা গ্রাম পঞ্চায়েতের বাতিকরা হাইস্কুলে চলছে "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির ক্যাম্প । ওই ক্যাম্প পরিদর্শন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো । তিনি ক্যাম্পে আসা দূর দূরান্তের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি নিজেদের প্রয়োজনে সরকারি পরিষেবা পেতে এই ক্যাম্পে কি পদ্ধতিতে তাদের প্রয়োজনমতো আবেদন করতে হবে তা তুলে ধরেন তিনি ।