আজ রাত্রে মুর্শিদাবাদ জেলা রাণীনগর থানা এলাকার বাবুলতলী গ্রামে পথদুর ঘটনায় আহত এক মোটরসাইকেল চালক জানা গিয়েছে উক্ত মোটরসাইকেল চালক সেট করার দিক থেকে রাণীনগরের পথে আসছিলেন সে মত অবস্থাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন স্থানীয় লোকজনও তাৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধন পাড়া গ্রামের হাসপাতাল চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরতা চিকিৎ প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা