হঠাৎ করে শুক্রবার সকাল থেকে দক্ষিণের বাস গাড়ি পরিষেবা বন্ধ। দুর্ভোগে যাত্রীরা। বিলোনিয়া সাউথ ত্রিপুরা বাস গাড়ি সিন্ডিকেট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে তাদের নিজেদের মধ্যে পরিচালনগত সমস্যা নিয়ে আগরতলা উদয়পুর এবং বিলোনিয়ার সাথে মতবিরোধ চলছিল। যার পরিণতির কারণে গতকাল আগরতলা বাস সিন্ডিকেট পরিচালন কমিটি উদয়পুর সিন্ডিকেট বাস পরিচালনা কমিটির সভাপতির গাড়ি আটক করে রাখে। তারপরেই খুবই ফেটে পড়ে দক্ষিণ তথা উদয়পুর এবং বিলোনিয়ার বাস চালক এবং ম