খোয়াই থানার অন্তর্গত খোয়াই চা বাগান এলাকায় ভগ্নিপতির আক্রমণে গুরুতর জখম সমন্দি। জানা গিয়েছে সুব্রত চক্রবর্তীর নামে এক ব্যক্তি টাউন থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় রাকেশ সরকার নামে এক ব্যক্তি সুব্রত চক্রবর্তী কে আক্রমণ করে। তাতে গুরুতর ভাবে জখম হয়। পরে হাসপাতাল নেওয়া হয়।