আগামী দশ তারিখের মধ্যে যদি বাগান না খোলে তাহলে অন্যচাবাগানের মালিকের হাতে এই চাবাগান তুলে দেওয়া হবে বলে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ বানারহাট ব্লকের বন্ধ আমবাড়ি চাবাগানে রেশন সামগ্রী দিতে এসে চাবাগানের একটি সভায় সাংবাদিকদের সামনে মালিককে একপ্রকার হুমকির সুরে একথা বললেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক।উল্লেখ্য গত মাসের ৮ জুলাই নোটিশ ছাড়াই চাবাগান ছেড়ে চলে যায় কতৃপক্ষ। এরপর থেকে রাজ্যসরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে তাদের সংসার চলছিল।