লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়।