উত্তপ্ত নেপাল, নেপাল জুড়ে বন্ধের পরিস্থিতি দেখা দিয়েছে । কিন্তু এই নেপালেই কর্মরত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুরের হাজার হাজার শ্রমীক বেশিরভাগই কর্মরত সোনার কাজে। আর নেপাল যেতে তারা ব্যবহার করে যাত্রী বাহী বাস ও প্রাইভেট কার, দাসপুরের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি এজেন্সির মাধ্যমে বাসগুলি পাড়ি দেয় নেপালে। কিন্তু জীবন জীবিকার জন্য নেপালের এই গন্