শুক্রবার শ্রীভূমি NHIDCL-র জেনারেল ম্যানেজার জেলা কংগ্রেসের কর্মকর্তাদের কাছ থেকে নাকি রাস্তা সংস্কারের স্মারকপত্র গ্রহণ না করার অভিযোগ নিয়ে NHIDCL কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। পুলিশের উপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করেন জেনারেল ম্যানেজার। এতে জেলা কং সভাপতি বলেন,যদি দুর্গা পূজার পূর্বে জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ না হয় তাহলে জেলায় যে মন্ত্রী আসবে তাকে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করবেন।