দুর্গাপূজো করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মত বিরোধ বিষয় গরালো থানা পর্যন্ত। পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত পাটুলির শ্রীরামপুর পূর্বপাড়া এলাকায় রয়েছে রাধা গোবিন্দের মন্দির। শ্রী রাধা গোবিন্দর মন্দির কে গার্ড করে স্থানীয় এলাকার মানুষজন বিগত বেশ কয়েক বছর ধরে দূর্গা পূজা করে আসছে। এইভাবে পুজো করলে মন্দির দর্শন করতে আসা মানুষেরা বিগ্রহ দেখা থেকে বঞ্চিত হবে। আর সেই কারণে পুজো করা হোক কিন্তু মন্দির গার্ড না করে করা হোক পুজো