যেকোনো সময় ভাঙ্গা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে প্লাবিত হতে পারে গোটা এলাকা। এ অবস্থায় পশ্চিম রতনপুর জুড়ে নতুন ধরনের পাইলিং করে কাজ শুরু করেছে প্রশাসন। গাছের গুড়ি পোতার সাথে সেই অংশ জুড়ে মাটি ও বালি ভর্তি বস্তা পেলে রিং বাঁধ তৈরি করা হচ্ছে যাতে করে জল ঢুকতে শুরু করলে এইভাবে জল আটকানো যায়।অত্যন্ত বিপদজনক পরিস্থিতি রয়েছে এলাকা জুড়ে।মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেকোনো সময় জল ঢুকতে পারে আশংকা করছেন এলাকার বাসিন্দারা।জল আটকাতে জোর কদমে চলছে কাজ।