Magrahat 2, South Twenty Four Parganas | Aug 26, 2025
আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের যুগদিয়া হাজী দেশারাত ও মজিদুল হক ওয়াকফ স্টেটের বৈঠকখানায় গ্রামীণ ডাক্তারদের নিয়ে ক্যান্সারের মতন মারণব্যাধি সংক্রান্ত রোগের বিষয়ে একটি আলোচনা শিবির করা হয়। এই আলোচনা শিবিরে ১০০ জনের ও বেশি গ্রামীণ ডাক্তার এই আলোচনা ও প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করে।