তপনে তেরেঙ্গা যাত্রা কর্মসূচি পালন করল বিজেপি। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচি শুরু হয়। এদিন দুটি পৃথক র্যালি বের হয়—একটি তপন শালাস চিড়াভেজা থেকে তপন চৌরঙ্গী পর্যন্ত এবং অন্যটি হাইস্কুল মোড় থেকে তপন চৌরঙ্গী পর্যন্ত। র্যালিতে জাতীয় পতাকা হাতে কর্মী-সমর্থকেরা দেশপ্রেমের স্লোগানে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব। তেরেঙ্গা যাত্রার মাধ্যমে দেশপ