কৌশিকী অমাবস্যার কোটাল এর কারনে হুগলি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে অমাবস্যার কোটালের জোয়ারের কারণে হুগলি নদীর জল বৃদ্ধি পেয়েছে ফলতার উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন এলাকা জোয়ারের জলে ডুবে যায়। অমাবস্যার কোটালে জোয়ারের জলে ডুবে যায় ফলতার জেটিঘাট। হুগলি নদীতে ভাটা পড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।