সেমিস্টার পদ্ধতিতে রাজ্যের সাথে কোচবিহারে সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন সাগর দিঘী সংলগ্ন এলাকা থেকে কোচবিহার জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার জানান ২২ হাজার ৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। মোট ভেন্যুর সংখ্যা রয়েছে 94 টি, ২৪ টি সেন্টার রয়েছে। ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ঢোকানো হচ্ছে বলেও জানান তিনি।