কলকাতার আনন্দপুর থানা এলাকার একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার, হোটেলে বসে দেদার মদ্যপানই কাল হল তার । সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার রাতে আনন্দপুরের এক গেস্ট হাউসে রহস্যজনকভাবে মৃত্যু হল ওই পাঞ্জাবি তরুণীর। গেস্ট হাউসের ঘর থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু হয়েছে ওই তরুণীর।