ভারত বাংলাদেশ সীমান্তে সাব্রুম মহকুমার চিতা বাড়ি বিওপির ১২১ নং ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী এক জাওয়ান এর মৃত্যু হয়েছে। জানা যায় মৃত বিএসএফ জওয়ানের নাম লালু মুর্মু বয়স 35 ,, মৃত অবস্থায় তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে বি এস এফ জাওয়ানরা ১৩ই সেপ্টেম্বর সকালে।