অত্যাধিক বৃষ্টির জেরে এলাকার বিভিন্ন প্রান্তে জমা জল, যত্রতত্র জমে ময়লা আবর্জনা ও প্লাস্টিক,এলাকার পরিবেশ দূষণ মুক্ত করতে শনিবার বিকেল চারটে থেকে সাফাই অভিযান চালানো শালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে । প্রধান ফিরদৌসী খাতুন বিবি উপ প্রধান অবনী মন্ডল, প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলামের নেতৃত্বে সাফাই অভিযান চলে।পঞ্চায়েত থেকে জানানো হয় আগামী দিনে ও বারবার এভাবেই সাফাই অভিযান চলবে অর্থাৎ একদিকে মশা বা পতঙ্গ বাহিত রোগ যাতে না ছাড়ায় অন্যদিকে এলাকার পরিষ্কার