কুশমন্ডি শহরের এক দুর্গাপূজা মণ্ডপে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে পুষ্পাঞ্জলি দিলেন কুশমন্ডির বিধায়িকা রেখা রায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ওই মন্দিরে উপস্থিত হন এবং মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুজোর আবহে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হওয়ার এই উদ্যোগে খুশি স্থানীয়রা। তাঁদের কথায়, “বিধায়িকার এমন সহজ-সরল উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিল।” স্থানীয় মহলে রাজনৈতিক প্রেক্ষাপটেও এই জনসংযোগকে গুরুত্বের চোখে দেখা হচ্ছে।