আজ ৩১ আগস্ট রবিবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই 1নম্বর ব্লকের অন্তগত।মুরারই জুলুস কমিটির পক্ষ থেকে।মুরারই এ মাদ্রাসায় আসন্ন নবী দিবস উপলক্ষে জুলুস নিয়ে বিশেষ বৈঠক করা হলো।এদিনের বৈঠকে আলোচনা করা হয়।আসন্ন নবী দিবস উৎসবের জুলুস যাতে ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেইসব বিষয়ে। উপস্থিত ছিলেন ইমাম সাহেবরা ও জুলুস কমিটির সদস্যরা।সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।