শুক্রবার ভোর থেকে কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর। নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরিসহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একইসঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহীনিও।