দেশের দায়িত্ব পালনের সময় ছত্রিশগড়ের রায়পুরে অজানা রোগে আক্রান্ত হন ITBP জওয়ান রনিত পাত্র। ১৫ই আগস্ট ২০২৪ এর রাতে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করা হয় রায়পুরের হাসপাতালে, বেশ কিছুদিন চিকিৎসার পর ওই আইটিবিপি জাওয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে ২ রা সেপ্টেম্বর। এই জাওয়ানের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর গ্রামে। তবে আজ অর্থাৎ ২রা সেপ্টেম্বর বীরভূমের ময়ূরেশ্বরের ভিবজিওর ক্লাবের পক্ষ থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত তার স্মৃতিতে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়।