বেলপাহাড়ী করম পরব কমিটির উদ্যোগে হল করম পরব। বৃহস্পতিবার সন্ধ্যায় বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ীতে প্রাচীন রীতি মেনে এই করম পরব আয়োজিত হয়। করম পরব উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অসংখ্য মানুষ করম পরব দেখতে ভিড় জমান বেলপাহাড়ীতে। বেলপাহাড়ী ছাড়াও বালিগুমা, দুলকী,সরিষাবাসা সহ একাধিক এলাকার মানুষ এদিন করম পরবে সামিল হন। রীতি অনুযায়ী করম ডাল আনা হয়।