আজ দুপুর বারোটা শুরু হল এসএসসি পরীক্ষা। নতুন পরীক্ষার্থীদের পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন যেসব পরীক্ষার্থীরা, তারা এবার পরীক্ষা দিতে এসেছেন। আজ আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ কংসাবতী শিশু বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে চাকরি হারিয়ে এক পরীক্ষার্থী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, মনের ইচ্ছে না থাকলেও পরীক্ষা দিতে হচ্ছে। শীর্ষ আদালত সহ রাজ্য সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবে চাকরি ফিরে পেতে ফের লড়াই লড়বো বলে তিনি জানান।