কুচলিবাড়ি সীমান্তে নজরদারিতে রাশিয়ার বিশেষ ট্যাংকার ‘শ্যামান’। কুচলিবাড়ির ভারত–বাংলাদেশ সীমান্তে নজরদারিতে নতুন মাত্রা যোগ করতে জলপাইগুড়ি সেক্টরের বিএসএফের হাতে এল রাশিয়ার তৈরি আধুনিক ট্যাংকার ‘আভতোরাস শ্যামান ৮x৮’। বৃহস্পতিবার রাতে এই বিশেষ অল-টেরেন ভেহিকল (ATV) মেখলিগঞ্জের অর্জুন ক্যাম্প সীমা চৌকিতে আনা হয়। এর সঙ্গে ছিলেন রাশিয়ার তিনজন বিশেষজ্ঞ কর্মী, যারা গাড়ির কার্যক্ষমতা ও ব্যবহারিক দিক নিয়ে বিএসএফ জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন। বিএসএফ সূত্রের খব