Download Now Banner

This browser does not support the video element.

পুরুলিয়া ২: অস্বাভাবিক মৃত্যু হলো একই পরিবারের তিন মেয়ে ও মা এর মৃত্যু হয়েছে বান্দোয়ানে দেহ ময়নাতদন্তে আনা হলো হাতোয়াড়া

Purulia 2, Purulia | Sep 26, 2025
অস্বাভাবিক মৃত্যু হলো একই পরিবারের চারজনের তিন মেয়ে ও মা এর মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে বান্দোয়ানের ধাদকা অঞ্চলের লতাপাড়া গ্রাম থেকে মা ও মেয়েদের অচৈতন্য অবস্থায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম প্রিয়া গঁরাই(৩৫),বৈশাখী গঁরাই(১২),পল্লবী গঁরাই(১০) ও সৌরভী গঁরাই (৬)। স্থানীয় সূত্রে জানা গেছে মহিলার স্বামী আনন্দ গঁরাই ঝাড়খণ্ডের কোনো একটি হাটে গিয়েছিলেন।
Read More News
T & CPrivacy PolicyContact Us