"আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবির অনুষ্ঠিত হল আউশগ্রামের ছোটরামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা নাগাদ শিবিরে হাজির হন ব্লকের জয়েন্ট বিডিও রামপ্রসাদ সাহা। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন সহ অনান্যরা। জানা গিয়েছে, ব্লকের ৩০তম শিবিরটি এদিন অনুষ্ঠিত হয়। শিবির ঘিরে এলাকাবাসীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়।