সরকারি কর্মসূচির মঞ্চে বিতর্কিত মন্তব্য করলেন শাসকদলের মন্ত্রী।বুধবার মালদার চাঁচল আমার পাড়া আমার সমাধান শিবিরে বিজেপিকে নিশানা করে বিতর্কে জড়ান রাজ্যের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন,বিজেপির বদ রক্ত রয়েছে।ডায়ালিসিস করে ভালো রক্ত প্রয়োগ করতে হবে।রাজ্যে একাধিকবার কেন্দ্রীয় সংস্থার হানা পড়তেই বিজেপিকে এমন আক্রমণ করেন তিনি।