রাতের অন্ধকারে নিতুড়িয়া থানা এলাকায় অবস্থিত সাকাম্বরী ইস্পাত কারখানায় চুরি করার অভিযোগে সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজাহার তানভীর। শুক্রবার দুপুরে নিতুড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে রঘুনাথপুর মহকুমা আদালতে তুললে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তার বিরুদ্ধে চুরি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে।