পাহাড়ে এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে তিপ্রা মথা দলের ভাঙ্গন শুরু হয়েছে। IPFT-র করবুক ডিভিশনের উদ্যোগে এক সভার মধ্যে দিয়ে ৭ই সেপ্টেম্বর বেলা 11 টা নাগাদ তিপ্রা মথা দল ছেড়ে ৯পরিবারের ৩৩ ভোটার IPFT দলে যোগদান করে। তাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন আইপিএফটি দলের নেতৃত্বরা। এবং এই যোগদান সভার মধ্যে দিয়ে আগামী এডিসি নির্বাচনের প্রচার ত আই পি এফ টি দলের পক্ষ থেকে করা হয়।