শুক্রবার পূর্ব বর্ধমান জিলা পরিষদের অর্থ তহবিল থেকে কুড়মুন ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সড্যা গ্রামে বাস স্ট্যান্ড চত্বরে একটি পুরুষ ও একটি মহিলা শৌচালয় নির্মাণ করে তার শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - পূর্ব বর্ধমান জিলা পরিষদের সদস্য সনৎ মন্ডল ,বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার , বর্ধমান২ ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি পরমেশ্বর কোনার সহ একাধিক জনপ্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।