শুভ মহা ষষ্টীর সন্ধ্যায় ধলাই জেলার আমবাসায় সুকান্ত সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত এই বছরের শারদীয়া দুর্গোৎসবে সামিল হয়ে সুসজ্জিত পূজা মন্ডপের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও মায়ের আশীর্বাদ গ্রহণ করেন তিনি । প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের অবদানের আদলে তৈরি তাদের এই পূজা প্যান্ডেল সমাজে এক সচেতনতার বার্তা বহন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। #joymaadurga