বেআইনি লছিমন গাড়ি যা বর্তমানে সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই লছিমন গাড়ির দৌরাতের ফলে ঘটছে একাধিক দুর্ঘটনা। এই গাড়িকে বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর থানার পুলিশ। আজ ভাঁকুড়ির মোড় এলাকায় লছিমন গাড়ি আটক করতে বিশেষ উদ্যোগ পুলিশের।