"আমাদের পাড়া, আমাদের সমাধান" ক্যাম্পের গুরুত্ব এবং ওই ক্যাম্পে কোন বিষয়ে পরিষেবা পেতে হলে কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে এলাকার মানুষকে বোঝাতে আজ একটি সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হলো ঝালদা দু'নম্বর ব্লকের চিতমু অঞ্চলের খটঙ্গা এলাকাতে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ।