নিয়ামতপুরে জাভেদ বারিক গুলি কাণ্ডে মৃতের স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ দোষীদের যাতে ফাঁসি হোক গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে গত ৩০শে আগস্ট জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্টিকাফ আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২তারিখে এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্