আজ তেষরা সেপ্টেম্বর, আদিবাসী সাম্প্রদায়ের করম পরব। বিশ্বের সর্ববৃহৎ কৃষি কেন্দ্রিক উৎসব। খড়্গপুরের হীরাডিহি স্কুলের মাঠে এদিন অনুষ্ঠিত হলো করম পরব উৎসব। ফুলের মাঠে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘুমধাম করে পালিত হচ্ছে দিনটি। থাকছে সংগীত অনুষ্ঠান, সারারাত ধরে চলবে এই অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ শাল মহল লাল মাটি ঝুমুর আখড়া সারারাত ব্যাপী অনুষ্ঠান। আদিবাসীদের অন্যতম প্রধান উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে অনুষ্ঠান প্রাঙ্গণ।