দুর্গা পূজার প্রাক্কালে মীনা বাজার বসলো ছৌ মুখোশ গ্রামে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাঘমুন্ডি ব্লকের ছৌ মুখোশ গ্রাম চড়িদাতে মিনা বাজারের শুভ উদ্বোধন হল। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মিনা বজারের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো। উপস্থিত ছিলেন সিন্দরী গ্রাম পঞ্চায়েত প্রধান দিজেন্দ্র মাহাতো, সমাজসেবী অরুণ চন্দ্র মাঝি, বিজয় মোহন সিংহ সহ এলাকার বিশিষ্টজনেরা। জানা যায়, এই মিনা বাজার মহালয়া পর্যন্ত থাকবে। মিনা বাজারে রয়েছে নানান আকর্ষণীয় জিনিস।