জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়লো একটি আপেল বোঝাই গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়নগড় থানার পোক্তাপোল এলাকায়। জানা গিয়েছে দিন বেলদা থেকে আপেল বোঝাই করে খড়গপুরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে আপেল বোঝাই গাড়িটির পিছনের চাকার টায়ার ব্লাস্ট করে গেলে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে পড়ে।