অতি বর্ষণের পর শহরের একাধিক রাস্তার ভালো হয়েছে বেহাল, বহরমপুর পৌরসভার উদ্যোগে শহরের একাধিক ওয়ার্ডে রাস্তা মেরামতির কাজ শুরু করলে পৌরসভা। এলাকাবাসীদের একাধিক অভিযোগের পর শহরের এক থেকে আটাশটি ওয়ার্ড জুড়ে শুরু হলো এই কাজ। আগামী সাতদিন ধরে এই কাজ চলবে জানালেন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি।