খাতড়া বাজার এলাকার বেশ কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে এলাকার বাসিন্দারা বারবার বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে আজ আনুমানিক সকাল দশটা নাগাদ প্রতিক্রিয়া দিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, খাতড়া বাজারের গুরুত্বপূর্ণ বেহাল রাস্তাগুলি মেরামতের কাজ দ্রুত শুরু হবে। মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে।