গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।সোমবার রাত্রি ৮ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী,কেন্দা থানার বামুনগড়া,আনন্দবাজার,কুড়ুকতুপা,চাঁদড়া এলাকায় অভিযান চালানো হয়।আবগারি দপ্তর সূত্রে জানা যায় আজকে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ সহ ১৫০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির ২ টি হাঁড়ি ও ২ টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।