আগামী ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে অরেঞ্জ ফেস্টিভাল। সেই উৎসবকে সফল করতে বুধবার বিকেল চারটা নাগাদ মেটেলি ব্লকের ধূপঝোরার একটি বেসরকারি রিসোর্টে সভা করল পর্যটন ব্যবসায়ীরা। জানা গিয়েছে তরাই - ডুয়ার্স এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সহ ভারত, ভুটান এবং নেপাল কে নিয়ে গ্রামীণ পর্যটনের দিক নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই অরেঞ্জ ফেস্টিভাল। এদিন তারই প্রস্তুতি পর্বের সভা করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন, পর্যটন ব্যবসায়ী রাজ বাসু সহ অনান্যরা।